About Me

তিতা-মিঠায় ধরারে মন




তিতা তিতা, সবই তিতা

ধরা খাওয়ার পরে

মিঠা মিঠা, সবই মিঠা

তিতা খাওয়ার পরে।

ওরে তিতা-মিঠায় ধরারে মন

ভরের মাঝারে।

ওরে সবই মিঠা, সবই তিতা

জীবন সংসারে।।

               ©অরণ্য জুয়েল।

Post a Comment

0 Comments