About Me

ছাড়িয়া যায়ও নারে বন্ধু

ছাড়িয়া যায়ও নারে বন্ধু 
এমনো পিরিতের পর
পিরিতি কান্দিয়া মরে 
খোঁজে তোমার অন্তর।।

পিরিতেরো বিষম কাটা
দিবানিশি কান্দনের ভয়
এমন রীতি জানিয়া বন্ধু
পিরিতে নামিতে হয়
তুমি চলিয়া গেলেরে প্রিয়
জগৎ যে হয় আন্ধার...
পিরিতি কান্দিয়া মরে 
খোঁজে তোমার অন্তর।।

সয়তে যদি না পারিবা
পিরিতেরো ভর
পিরিতি সাজাইয়া কেন
বানাইলা এ ঘর...
পিরিতি কান্দিয়া মরে 
খোঁজে তোমার অন্তর।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

2 Comments