2016


আর্থ-সামাজিক পরিচয়ে আরজ আলী মাতুব্বর ছিলেন এই অতিসাধারণ বাংলাদেশেরই সাধারণ একজন মানুষ। কৃষকের সন্তান, এক সময়ে প্রায় সর্বহারা হয়ে পড়েছিলেন, বসত বাড়িটুকু ছাড়া সম্পত্তি বলতে আর কিছু ছিল না। আনুষ্ঠানিক লেখাপড়া খুবই সামান্য, মক্তবে ভর্তি হয়েছিলেন, সম্পূর্ণ করতে পারেন নি। কৃষিকার্যে নিয়োজিত ছিলেন, পরে যে কাজে ব্যাপৃত হয়েছিলেন সেটাও আমিনের, অর্থাৎ ভূমির মাপজোক ও দাগ কাটার। বেশভূষায় সাধারণ, - আচার আচরণেও সে-রকমই। চমক ছিল না জীবনযাপনে। কিন্তু এই যে তাকে স্মরণ করছি আমরা, তিনি বিষয়বস্তু হচ্ছেন আলোচনার, এর কারণ কি? কারণ তার জিজ্ঞাসা। জিজ্ঞাসাই তাঁকে অসাধারণ করেছে, তাকে স্থান করে দিয়েছে দার্শনিকদের সঙ্গে। জিজ্ঞাসা জিনিসটা কৌতুহলের মতো বটে, কিন্তু কৌতুহলের চেয়ে বেশি। জিজ্ঞাসার পেছনে চালিকা শক্তিটা কৌতুহলই; কিন্তু তাই বলে জিজ্ঞাসা যে কেবল কৌতুহল তা নয়। জিজ্ঞাসায় অতিরিক্ত যা থাকে তা হলো জানবার, বুঝবার এবং পরীক্ষা করে নেবার আগ্রহ। আরজ আলী মাতুব্বর অবশ্যই জ্ঞানী ছিলেন, নিজের চেষ্টাতে অনেক বই তিনি পড়েছেন, এবং তার কোনো বিরাম ছিল না নানা বিষয়ে অধ্যয়নের। কিন্তু জ্ঞানের চেয়েও বড় ছিল তার জিজ্ঞাসা, যা থাকে বলেই দার্শনিকেরা দার্শনিক হন। আমাদের সমাজে দার্শনিক দারিদ্র্য খুব ব্যাপক ও গভীর। অন্যমনস্কতা অনেকের মধ্যেই আছে। কল্পনাশক্তিও দেখা যায়। কিন্তু প্রকৃত দার্শনিকতার মধ্যে যে জিজ্ঞাসা থাকে, এবং জিজ্ঞাসার অভ্যন্তরে কাজ করে যে যুক্তিবাদিতা তা দুর্লভ। এর ব্যাখ্যা অবশ্যই আছে। একটা কারণ অর্থনৈতিক দারিদ্র্য। কিন্তু সেটা একমাত্র কারণ নয়; দরিদ্র হলেই যে দর্শনবিমুখ হতে হবে এমনটা অনিবার্য নয়, যেমন অনিবার্য নয় বিত্তবান হলেই দার্শনিক হওয়া। আরজ আলী তো দরিদ্রই ছিলেন। আমাদের বিদ্যমান দার্শনিক দারিদ্র্যপীড়ার আরো কারণ রয়েছে। আছে আমাদের অল্পেসম্ভষ্টি। আমাদের দেশে ভূমি উর্বর, প্রকৃতি সুপ্রসন্ন। জীবন যাপনের উপকরণ সহজে পাওয়া যায়, এবং তা পেয়েই লোকে সম্ভষ্ট হয়ে পড়ে। ওই যে বলা হয় বাংলাদেশের মানুষকে দেখলে মনে হয় তারা খুব সুখী, তার কারণ এখানকার মানুষ অভাবী হলেও তাদের অভাববোধটা খুব তীব্র নয়। বাংলাদেশের মানুষের পক্ষে দূরে যাওয়া কঠিন। সবসময়েই আমরা প্রান্তবতী, দুইদিকে আমাদের পাহাড়-পর্বত, একদিকে সমুদ্র। পাহাড়-পর্বত অনড়, সমুদ্রও খোলা নয়। সমুদ্রকে দস্যু ও বিদেশী ব্যবসায়ীরা করতলগত করে রেখেছে। আরো ক্ষতিকর যা তা হলো পরাধীনতা। পরাধীনতা বড় গভীরে চলে যায়, সংস্কৃতিকে নিচু করে রাখে, এবং মেরুদণ্ডকে দুর্বল করে দেয়, স্বাধীন চিন্তা ভীষণভাবে নিরুৎসাহিত হয়। আমাদের শুধু একটা জায়গাতেই স্বাধীনতা ছিল, সেটা ধর্মচর্চা। মানুষ এই কাজ বেশ উৎসাহের সঙ্গে করেছে। নিপীড়ন ছিল সমাজে; বিচারের অভাব ও আশ্রয়ের অনিশ্চয়তা নিত্যদিনের ঘটনা। এসব উৎপাত মানুষকে ধর্মের দিকে যেতে উৎসাহিত করেছে। ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, সেখানে ব্যাখ্যা চলে, জিজ্ঞাসা অচল। ধর্মের সঙ্গে দর্শনের সম্পর্ক মৈত্রীর নয়, বৈরিতার বটে। আরজ আলী মাতুব্বর এই দরিদ্র, অল্পেসন্তষ্ট ও অবরুদ্ধ সমাজেরই মানুষ। তিনি গ্রামেই থাকতেন। বরিশাল শহরে প্রায়ই গেছেন, তবে থাকেন নি, এবং রাজধানী ঢাকায় এসেছেন কদাচিৎ। বৃত্তের ভেতরেই ছিলেন আসলে। কিন্তু সেখানে থাকতে সম্মত হন নি। বেরিয়ে এসেছেন মানসিকভাবে। এরকম ব্যতিক্রম অবশ্য আগেও দেখা গেছে। যেমন লালন ফকির ও তাঁর অনুসারী বাউলেরা। এঁরাও ভূমির কাছাকাছি ছিলেন। এদের কারো কারো পেশা ছিল কৃষি, অন্যদের কৃষিসংলগ্ন কুটির শিল্প। লালন ও তার সম্প্রদায়ের মানুষেরা জীবন, অস্তিত্ব, ইহকাল-পরকাল, পরিবেশ সম্পর্কে নানা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। উত্তরও দিয়েছেন। এই প্রশ্ন ও তার উত্তর তাদের গানে রক্ষিত রয়েছে। এসব গান কবির লড়াইয়ের ফল নয়; একেবারেই স্বতন্ত্র। কবির লড়াইয়ে তর্কবিতর্ক থাকে, বলা যায় বিতর্ক চলে। বিতর্কও প্রয়োজনীয় বটে, কিন্তু লালন যা করেছেন তা বির্তক নয়, সে হচ্ছে দার্শনিক জিজ্ঞাসার সমাধান খোঁজা। বিতর্কের তুলনায় তা বহুগুণ অধিক জরুরী। এখানে জয়-পরাজয় নেই, আছে জানা এবং বোঝা। আরজ আলী মাতুব্বরও এই কাজটাই করেছেন। অবশ্যই এর চেয়ে অনেক উন্নত পর্যায়ে ওই রকমের জিজ্ঞাসা দার্শনিক সক্রেটিসেরও ছিল। সক্রেটিস যে অজ্ঞ ছিলেন তা তো নয়, তিনি তার শ্রোতাদের সঙ্গে অবশ্যই অতুলনীয় ছিলেন, প্রশ্নের উত্তরও জানতেন, কিন্তু অগ্রসর হতেন প্রশ্নোত্তরের মধ্য দিয়ে, যাতে সঙ্গীদেরকে সাথে নিয়ে ধাপে ধাপে বুঝে বুঝে এগোনো যায়। আরজ আলী মাতুব্বর সক্রেটিস নন; গ্রীকদের দার্শনিক ঐতিহ্যের ধারা থেকে অনেক দূরে তিনি, কিন্তু তার পদ্ধতিটাও সক্রেটিসের মতোই। সজীব, দ্বান্দ্বিক, এবং কিছুটা কৌতুক মিশ্রিত। আরজ আলী মাতুব্বরের মেরুদণ্ড ছিল সোজা। প্রচলিত বহু চিন্তার অন্তঃসারশূন্যতা তিনি জানতেন; তাদের সঙ্গে আপোস করেননি। যে জন্য তাকে ঝুঁকি নিতে হয়েছে। প্রচলিতকে রক্ষা করবার জন্য ছিল রাষ্ট্র, ছিল সমাজ। রাষ্ট্র ও সমাজের পাহারাদারির লোকেরা দেখেছে তার চিন্তা যদি প্রচার পায় তাহলে তাদের প্রতিষ্ঠিত স্বার্থ বিপন্ন হবে; সাধারণ মানুষ তাদেরকে মানবে না। সেজন্য এই দার্শনিককে তারা যে কেবল নিরুৎসাহিত করেছে তা নয়, ক্ষতিগ্রস্ত করতেও চেয়েছে। আরজ আলী দমেন নি। আত্মসমপণ করেন নি। জিজ্ঞাসা নিয়ে তিনি এগিয়ে গেছেন। তিনি একেবারেই স্থানীয়। তাঁর ভাষা খুবই সাধারণ। সেখানে আড়ম্বর নেই, ওজস্বিতা নেই, অলঙ্কার অনুপস্থিত। আবেগ নয়, তার বক্তব্যের প্রধান ভিত্তি হচ্ছে যুক্তি। তার ওই যুক্তিপূর্ণ কথাগুলো নিজের জোরেই এগিয়ে যায়; মুগ্ধ করে না, চিন্তিত করে। তার অসামান্যতা বহুজনের সামান্যতাকেই জানিয়ে দেয়। কিন্তু তাই বলে তার লেখার কোথাও যে কোনো দম্ভ রয়েছে তা নয়, বরঞ্চ আছে পাঠকের সঙ্গে মৈত্রী স্থাপনের অভিপ্রায়। শিক্ষক নন, তিনি সঙ্গী। আমরা সংস্কৃতির কথা, সামাজিক অগ্রসরমানতার কথা বলি। কিন্তু আমাদের সমস্ত অর্জনের অভ্যন্তরে একটা দৈন্য থাকে। সেটা চিন্তার। যে জন্য, আমাদের সমাজে বিজ্ঞানকে দেখা যায় উপকরণ হিসাবে, দেখা যায় না দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে। আরজ আলী মাতুব্বর বিজ্ঞানী নন, কিন্তু তার দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক এই দৃষ্টিভঙ্গি আমাদের সংস্কৃতি ও সমাজে খুবই প্রয়োজন। গণতান্ত্রিক সংস্কৃতি ও সমাজ কখনোই গড়ে উঠবে না যদি বৈজ্ঞানিকতা না-থাকে, যে বৈজ্ঞানিকতার অন্য একটা নাম হচ্ছে দার্শনিকতা। আমাদের লক্ষ্য হচ্ছে এই www.arojalimatubbar.com সাইটের মধ্য দিয়ে আরজ আলী মাতুব্বরের অসামান্যতা নতুন করে স্পষ্ট করা। আমরা সেই দিনের প্রতীক্ষায় থাকবো যখন তিনি ব্যতিক্রম থাকবেন না, নিয়ম হবেন, এবং ঘরে ঘরে তার মতো জিজ্ঞাসু মানুষদেরকে পাওয়া যাবে। আরজ আলী মাতুব্বরের জীবনী রচনা, তার রচনা সংগ্রহ, তার বক্তব্য প্রচার করার লক্ষ্যে আমাদের যাত্রা শুরু। আশা করি আপনাদের সাথে পাবো। উপরের লেখাটি সিরাজুল ইসলাম চৌধুরি রচিত; এই সাইটের জন্য কিছুটা পরিমার্জন ও সংযোজন করা হয়েছে।  : http://www.arojalimatubbar.com/p/about.html


হুমায়ূন আহমেদের বিখ্যাত সব বই এর ডাউনলোড লিংক। নামিয়ে পড়ুন অথবা অনলাইনে পড়তে পারেন....
পিডিএফ বই। পড়তে খুব অসুবিধা হয়না। পড়তে চাইলে ফ্রীতে ডাউনলোড করে নিতে পারেন...


 প্রতিটি বইয়ে নিচে ডাউনলোড লিংক দেয়া আছে

জোছনা ও জননীর গল্প
 



কৃষ্ণ পক্ষ

 
Download link-     
http://www.mediafire.com/download/yxre4jepz7ss581/Krishnapakkho+by+humayun+Ahmed.pdf

লীলাবতী
 
 Download link-   
http://www.mediafire.com/download/zy9c5t1ryrwuacy/Lilaboti+By+Humayun+Ahmed+[Nirjoy].pdf



গৌরীপুর জংশন


আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
 





তোমাদের জন্য ভালোবাসা
 
Download link-
http://doridro.net/E-Book/Bangladeshi%20Writer/Humayun%20Ahmed/Tomader%20Jonyo%20Bhalo%20Basha.pdf
 


বলপয়েন্ট
 





মৃন্ময়ী
 

Download link-
http://seomiks.yolasite.com/resources/Mrinmoyee%20by%20Humayun%20Ahmed.pdf

বিপদ
 


তন্দ্রাবিলাস
 




মিসির আলি আনসল্ভড


1971
 
Download link-
http://download655.mediafire.com/q7dx3ck6cp3g/rwm3gg1rhbknqrn/1971+By+Humayun+Ahmed+%5BNirjoy%5D.pdf
 



শুন্য
 




Download link-
http://download1647.mediafire.com/bcpp6m8l9geg/vik7hxw889ky5xy/SUNNO+BY+HUMAYUN+AHMED.pdf

পারাপার
 

Download link- পারাপার ( হিমু )
http://www.banglapapers.com/Parapar_by_Humayun_Ahmed.PDF

নিশীথিনী
 




মেঘ বলেছে যাব যাব
 





সানাউল্লার মহাবিপদ
 



কিছুক্ষন

 



হিমু মাম
 



যদিও সন্ধ্যা
 




দ্বিতীয় মানব
 



রূপালী দ্বীপ
 




উড়ালপঙ্খি
 




আজ হিমুর বিয়ে
 




নি
 
  



বৃষ্টি বিলাস
 



দারুচিনি দ্বীপ
 



কুটু মামা
 



কহেন কবি কালিদাস
 




অন্যভুবন
  



শুভ্র
 



দেবী
 





অচিনপুর
 




শঙ্খনীল কারাগার
 





দরজার ওপাশে




বহুব্রীহি
 
 




বাদশাহ নামদার
 
 
 
Download link-
http://download983.mediafire.com/88y4dbl8n5ng/qo1t4kdqge6u7uh/Badshah+Namdar+By+Humayun+Ahmed+%5B+Nirjoy+%5D.pdf




ভয়
 




রুমালী
 





নবনী
 



এবং হিমু...
 



হিমু রিমান্ডে
 



নিষাদ
  



আমিই মিসির আলি
  



মাতাল হাওয়া
  



লিলুয়া বাতাস
 



হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
 




ইরিনা
  




অন্ধকারের গান
  



মেঘের ছায়া
 




হিমুর আছে জল
  



হিমুর রূপালী রাত্রি
  



হলুদ হিমু কালো র‌্যাব
 



জনম জনম
 




ফিহা সমীকরন
 




পুতুল
 






দিঘির জলে কার ছায়া গো
 





নন্দিত নরকে
 





আজ চিত্রার বিয়ে
 





মেঘের উপর বাড়ি
 




বৃষ্টি বিলাস
 
Download link-
ttp://download2176.mediafire.com/ujklifalyvng/9mej402cvus63ss/Brishti+Bilash+By+Humayun+Ahmed+%5BNirjoy%5D.pdf




অপেক্ষা
  





চাঁদের অলোয় কয়েকজন যুবক
 





দেয়াল
  
 
Download link-
http://download1373.mediafire.com/o5qwv893bgrg/xx3eaiw9seychqb/Deyal+-+Humayun+Ahmed+2013+by+Godagari.com.pdf





মধ্যাহ্ন
 






সে আসে ধীরে
 

বৃহন্নলা
 






আঙ্গল কাটা জগলু
  





চক্ষে আমার তৃষ্ণা 
 




দেখা না দেখা
 


দ্বিতীয় মানব
 


একি কান্ড
 



ফাউন্টেনপেন
 


গৌরীপুর জংশন
 




হরতান ইশকাপন
 






হিমু এবং হাভার্ড  পিএইচডি বল্টুভাই 

  




হিমুর আছে জল
 




হিমুর বাবার কথা মালা
  


আয়নাঘর
  

http://issuu.com/rokibhasan9/docs/ayna_ghor_humayun_ahmed/0
 




কৃষ্ণপক্ষ
 




ইরনিা
  




জীবনকৃষ্ণ মেমোরিয়অর হাইস্কুল

লিংক ( অনলাইন রিডিং )
http://issuu.com/rokibhasan9/docs/jibonkrishno_memorial_high_school_b/0




কালো যাদুকর
 
লিংক ( অনলাইন রিডিং )
http://issuu.com/rokibhasan9/docs/kalo_jadukor_by_humayun_ahmed/0





ম্যাজিক মুনশি
 
লিংক ( অনলাইন রিডিং )
http://issuu.com/rokibhasan9/docs/magic_munshi_by_humayun_ahmed/0
  

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget