তোমার বিভ্রান্ত বিশ্বাসে
দম আটকে আসা নিঃশ্বাসে
আমার সময় কতটা দুঃসহ!
তার কতটুকু তুমি জানো?
প্রিয়তমা শোনো,
ভালোবাসাহীনতায়
বেঁচে থাকাও বেদনাময়
পলে পলে কত, আঘাতের ক্ষত
সুতা কাটা ঘুড়ির মত
নাটাইয়ের দিকে বিদ্রুপ করে
ভীষণ তামাসায়।
কিভাবে বুঝবে এসব?
তুমিওযে সময়ের স্রোতে
ভাসাতে জানো নাও,
ভাসাও ভাসাও....
ভেসে যাওয়া তরী
পাড়ের খোঁজ রাখে কতটুকু
আমাকে বোঝাও।
আজ ক্লান্ত হয়ে তোমার
দরজায় কড়া নাড়ানো
শুন্যতা! আহা শুন্যতা!
কিযে ভারি বয়ে বেড়ানো।
- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
দম আটকে আসা নিঃশ্বাসে
আমার সময় কতটা দুঃসহ!
তার কতটুকু তুমি জানো?
প্রিয়তমা শোনো,
ভালোবাসাহীনতায়
বেঁচে থাকাও বেদনাময়
পলে পলে কত, আঘাতের ক্ষত
সুতা কাটা ঘুড়ির মত
নাটাইয়ের দিকে বিদ্রুপ করে
ভীষণ তামাসায়।
কিভাবে বুঝবে এসব?
তুমিওযে সময়ের স্রোতে
ভাসাতে জানো নাও,
ভাসাও ভাসাও....
ভেসে যাওয়া তরী
পাড়ের খোঁজ রাখে কতটুকু
আমাকে বোঝাও।
আজ ক্লান্ত হয়ে তোমার
দরজায় কড়া নাড়ানো
শুন্যতা! আহা শুন্যতা!
কিযে ভারি বয়ে বেড়ানো।
- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
Post a Comment