October 2018

তোমার বিভ্রান্ত বিশ্বাসে
দম আটকে আসা নিঃশ্বাসে
আমার সময় কতটা দুঃসহ!
তার কতটুকু তুমি জানো?

প্রিয়তমা শোনো,
ভালোবাসাহীনতায়
বেঁচে থাকাও বেদনাময়
পলে পলে কত, আঘাতের ক্ষত
সুতা কাটা ঘুড়ির মত
নাটাইয়ের দিকে বিদ্রুপ করে
ভীষণ তামাসায়।

কিভাবে বুঝবে এসব?
তুমিওযে সময়ের স্রোতে
ভাসাতে জানো নাও,

ভাসাও ভাসাও....
ভেসে যাওয়া তরী
পাড়ের খোঁজ রাখে কতটুকু
আমাকে বোঝাও।

আজ ক্লান্ত হয়ে তোমার
দরজায় কড়া নাড়ানো
শুন্যতা! আহা শুন্যতা!
কিযে ভারি বয়ে বেড়ানো।

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল



তুমি পাশে নেই তাই 
বুকজুড়ে হাহাকার,
প্রশ্নের ঘুরপাকে পথ খুঁজি
উত্তর মেলাবার...

অভিমানী মন কাঁদবে শুধু
ডাকবে না আর
তবু বুকে আশা রাখে 
তোমাকে পাবার।।

কিছু ভুল, কিছু অভিমানে
দুরে যেতে নেই অনুরাগে
ভালোবাসা থাকলেই
ভুল হয় বার বার...
অভিমানী মন.....তোমাকে পাবার।।

তুমি বুঝে নিও
তুমি জেনে নিও
ভালোবেসে পথ নেই
স্মৃতি হারাবার...

অভিমানী মন কাঁদবে শুধু
ডাকবে না আর
তবু বুকে আশা রাখে 
তোমাকে পাবার।।
© অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


কিছুটা সম্মান, কিছু স্নেহ
পেয়েছিলো অবোধ বালক
তবে কতটুকু ছিলো প্রেম
সেটার হিসাব পরেই হোক।

গহীন চোখে তাকিয়ে ছিলে
তার দিকে কোন খেয়ালে?
সবটুকু দেখেছিলো বালক
লিখেছিলো কবিতা হৃদয়ের
অলিতে গলিতে দেয়ালে
তুমি কি দেখেছিলে তার
কবিতার সেই লাল চোখ?
সেটার হিসাব পরেই হোক।

আড়চোখে কত কিযে দেখো
কাছে টেনে নেয়ার অনুভূতি
বুকে কতটা পুষে রাখো?
তবু তোমার জন্য তার 
পকেটে ছিল সোনার নোলক
কতটুকু বুঝেছো বালিকা?
সেটার হিসাব পরেই হোক।

বুকেজুড়ে তার, কিযে তোলপাড়
ভালোবাসবার, তোমাকে পাবার
বালিকা, হিসাব কিতাব রাখো
পথ খোঁজো কাছে আসবার।

© অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


আহারে! কি জীবন! কি বাস্তবতা!
সবকিছু পাওয়া হলেও 
কি যেন হয়না পাওয়া
কলিতে পাকধরে, ক্রমশ বাড়ে ব্যস্ততা
অথচ মনের গভীরে 
কার আসা যাওয়া? 

নিজেকে গুটিয়ে বলেছিলে
অনেক হয়েছে! আর না...
কত কিযে লুকালে আড়ালে
তবু লুকাতে পারোনি কান্না।

দিনে দিনে অলক্ষে 
জমে ওঠে দীর্ঘশ্বাস
আজও জানলে না
কোথায় তোমার বিশ্বাস...

অরণ্য জুয়েল


কোন রঙেতে রাঙাওরে মন
রঙ্গ ভরা সংসারে
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

লাল নীল কত্তো রঙে
রাঙাও তোমার মন
রঙ মাখিয়া হইলা তুমি
রঙের মহাজন
এই ভবের হাট-বাজারে...
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

মন তুমি রঙ চেনো না
কেন করো তালবাহানা
কার রঙেতে মাতাল হইলা
নিকষ অন্ধকারে...
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

কোন রঙেতে রাঙাওরে মন
রঙ্গ ভরা সংসারে
সকল রঙই মলিন হয়রে
সাদা রঙের অন্তরে।।

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


অভিমানী ...তোমার জন্য
_______________________
তুমি এমন করো না পাগলী
করো না আর মান-অভিমান 
পাগল নিশ্চুপ হয়ে ফিরে যাবে 
থেমে যাবে তার দেহাতি গলার গান।

তুমি লাল চোখে তাকালে
নির্বাক হয়ে যায় কবি
বিবর্ণ হয় বর্ণমালা,
তোমার অবহেলায়
তল্লাটে তল্লাটে থেমে পড়ে
তামাম হাসি-খেলা।

তুমি এমন করো না পাগলী
আমার কান্নাও শেষ হবেনা
অথচ তুমি পাখী হয়ে যাবে
তবু দাঁড়াবার গাছ পাবেনা।

তুমি অভিমান করলে পাগলী
শব্দরা বন্ধ্যা হয়ে মুখ থুবড়ে পড়ে
অনর্থের হিসাবের ভিড়ে ,
মনে রেখো পাখী-
কবি অন্ধ হলে আর উঠবে না ঝড়
তোমার শরীরজুড়ে।

©অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল



নীলাদ্রী হতে চাই 

______________
ব্যস্ততা ছেড়ে যখন আলোতে আসলাম
দেখি তুমি প্রচন্ড নীল, 
আমি নীল ভয় পেলেও 
ডানা মেলে উড়তে চাই নীল আকাশে
ভাসতে চাই সাগরের নীলে

তোমার হাত ছুঁয়ে আছি তাই
মৃত্যুর শীতলতায় আমি নীল হতে চাই।

নীল, নীল, নীল, আহ! কি বিষাক্ত নীল 
তোমার সর্বাঙ্গে, প্রতিটি ভাজে।
ইচ্ছে করে, তোমার নীল পায়ে চুমু দেই
চিৎকার করে বলি আমি ভয়কে জয় করেছি। 

নীল শাড়ী, নীল টিপ
এসব তোমার নীলে
একেবারই আবেশি নীলে 
খুব বেশি জ্যোর্তিময়!
আবার ভাবি কে বেশি?
তুমি না তোমার নীল 
বাধ্য করেছে ভয় ভুলে নীলে ডুবতে ।

জানি, এসব ছেড়ে নিরেট ভদ্রলোক হলে দাঁড়াবে
নীল অথবা তোমাকে নিয়ে সংসয়।
আমি ভদ্রলোক হতে চাই না,
আমি তোমার নীল ভালোবাসায়
অাদ্যপান্ত ভিজিয়ে নীলাদ্রী হতে চাই। 

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

ধুর ছাই ! কে লেখে কবিতা ! 
সবকিছু ছেড়ে-ছুড়ে ছুটে যাই
নতজানু হয়ে বসি তোমার সম্মুখে,

মনভরে মেখে নেই, শুষে নেই
ভালোবাসার অমৃত সুধা
যা আছে তোমার গাঢ় চোখে। 

তোমার লাল ঠোঁটের মাদকতা
আর মাথা নাড়িয়ে আদুরেপনা,
আমাকে মহুয়া মাতাল করে
তার কতুটুকু বুঝেছো সোনা?

আমিতো কবি হতে আসিনি
আমি আজন্ম প্রেমের পূজারী
তুমিই আমাকে করেছো কবি
আমি আজও প্রণয়ের সঞ্চারী।

⬛ অরণ্য জুয়েল ⬛ #অরণ্য_জুয়েল

একদিন বৃষ্টিতে ঝাউবনে আবডালে
খুব করে বুকে নিয়ে শীতের নিবারন
একদিন মাথা রেখে তোর কোলে
খুঁজে নেবো কান্নার কারন আর অকারন।

একদিন ফড়িংয়ের সবরঙ কেড়ে নিয়ে
তোর মুখে মেখে দেবো
একদিন বিকেলে গাঢ় এক চুমু দিয়ে
তোর রাগ ভেঙ্গে দেবো।

একদিন জোৎস্নার নীল রাতে 
অজস্র চুম্বনে তোর বুকে এঁকে দেব, গাঢ় নীলপদ্ম
একদিন ক্লান্তির ভোর রাতে 
নোনা জলে ডুব দিয়ে শেষ হবে, প্রেম প্রেম যুদ্ধ।

একদিন আমাদের পিঠজুড়ে
থরে থরে জেগে যাবে, ফুল ফোটা খামচির দাগ
একদিন ভালো লাগা মিলেমিশে
লেনদেন ভুলে গিয়ে, শেষ হবে রাগ অনুরাগ।

একদিন রাত হলে একসাথে জড়িয়ে
চারপায়ে আঙুল ঘষে ঘষে
অবাধ্য কিছু চুমু তোর ঠোঁটে উড়িয়ে
মরে যাবো দুজনেই রাত্রির শেষে।
- অরণ্য জুয়েল। #অরণ্য_জুয়েল


প্রণয়ের ভাজে আহা কি চাহনী 
চোখ পড়লেই মায়া জাগে
বার বার শিউরে উঠি 
ভালোবাসার অনুরাগে।

সোনা, কোন জলে তুমি
আমারে ভেজালে
সুরভী ঘ্রাণ বয়ে যায় 
হৃদয়ের পলে পলে।

অকস্মা‌ৎ মায়াধরা এক বান
ছুড়ে দিলে এই কানে
আহা! কি অবাক করা অনুভুতি
সারাবেলা, সবখানে।

বালিকা আর লুকিয়ে রেখো না 
বুকের বাম পাশের তিল
আমার ঘোর লাগা সন্ধ্যা নামুক
বেয়ারা হোক শান্ত ঝিল।

আর কত প্রেম প্রেম খেলা 
ভালোবাসা নামাও এই মুল্লুকে
তারপর চোখ বুঝে ভেবে দেখো
কি অঘঠন ঘটে যায় তোমার বুকে!

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

আহা দিবানিশি কি উচাটন
মনের মধ্যে মন থাকে না
খোজে শুধু তোমার ভুবন,

উদাস করা সকাল বিকাল
ঘরের মধ্যে মন টেকে না
উথাল পাতাল রাত্রী যখন।

চোখের সামনে ঘুরে বেড়ায়
ঢেউ খেলানো তোমার হাসি,
ঠোটের উপর ঝিলিক দেয়া
তিলটা যখন নেচে ওঠে
সাত সমুদ্র একসাথে কেন 
ফুলে ফেপে গর্জে ওঠে?
মুখফুটে তাই বলেই বসি
তোমায় ভীষণ ভালোবাসি।

তোমাতেই হই নতজানু
মান অভিমান সমর্পিত
যাক বয়ে যাক ধুলোর মেঘ
তোমার কাছেই অর্পিত।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ
রাঙিয়েছে সব কিছু, কৃষ্ণচুড়া পলাশ
এ যেন লাল হলুদের মাস।

তবু কারো কারো মুখে ছুঁয়ে যায় কালো রঙ
কারো কারো হৃদয়, মনপুরা লাশ
তুমিও রাঙাবে মুখ, খুঁজবে সর্বনাশ।

প্রিয়তমা, ভালোবাসা না পেলে
রঙ মলিন হয়, বিরহী বাতাস খেলে
চারিদিকে নেমে আসে অন্ধকার
কেউ কেউ থাকে নিতান্তই নির্বিকার
তেমন আমারও কিছুই হয় না
আমার জন্য কারো যায় আসে না।

যার যায় আসে, সেও বাতাসে ভাসে
দোলে ঘাসে ঘাসে, এই ফাল্গুন মাসে।

হয়তো একদিন আকাশ ভেঙ্গে বৃষ্টি নামাবো
তারপর সেইজলে মিলেমিশে আমিও কাঁদবো
হয়তো তখনও কেউ বলবে না
থামাও তোমার গোপন কান্না....

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

কি রূপে সেজে ছিলে অরুনিমা
তোমার জামদানি শাড়ীর নিচে
মুখ লুকিয়ে বাঁচে দোল পূর্ণিমা।
আমারো বেঁধে গেলো গোলযোগ
রাঙা আবীর বুকে না জড়িয়ে
করিলাম পূর্ণিমা উপভোগ।

কে বেশি? চাঁদ না তুমি
মাতাল করেছো আমায়
সে হিসাব করুক অন্তর্যামী 
আমি তোমাতেই হবো নিন্মগামী
ভুলে যাবো কারো কারো শোক
যা হবার হোক
আমি শুধু ভালোবাসা চিনি।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget