February 2018
মায়ের ভাষা কেড়ে নিলো
বর্ণমালায় লাগলো ব্যথা,
দামাল সামাল গর্জে উঠে
জানিয়ে দিলো সাফ কথা,
বাংলা আমার মা
উর্দু ভাষা মানি না।
ভাষা গ্রাসীর বুলেটগুলো
ভীষণ রকম শক্ত,
বুক পেতে সব ঠেকাতে হলো
ঝরিয়ে কত রক্ত।
মায়ের বুক ডুকরে খেলো
ছেলে হারানোর জালা
রক্ত দিয়ে ফিরে পেলাম
আমার বর্ণমালা।
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
Javascript DisablePlease Enable Javascript To See All Widget