ফাগুনের উড়াল বাতাস

মনের মাঝে ঝড় তোলে

মন আমার রয়না ঘরে

গোপন গোপন প্রেম খেলে।।


মাতাল করা উথাল প্রেমে 

মন ভেসে যায় হাওয়ায় হাওয়ায়

বসন্ত রঙ রাঙ্গিয়ে তোলে 

রঙ ছুয়ে যায় ডানায় ডানায়

তার আবেশে মন দোলে...

ফাগুনের...গোপন প্রেম খেলে।


মন আমার চমকে ওঠে 

তোমার প্রেমে সুর জাগে 

সোনার নাও দিলাম ভাসায়

তুফান ঝড়ের ডেউ লাগে

আমার নাওয়ের পালে...

ফাগুনের...গোপন প্রেম খেলে।

 -অরণ্য জুয়েল