এমন কেউ একজন থাকে
যাকে কখনই বলা যায় না
যাকে কখনই ভোলা যায় না।
তার ছবি চোখের পাতায়
পুড়ে যাই না পাওয়ার ব্যথায়
তার উচ্ছল কথা বয়ে আনে বসন্তকাল
এ কি বসন্ত! নাকি পুড়ে যাওয়ার মহাকাল।
কিযে অস্থির
কিযে কামনা
কিযে বাসনা
তাকেই পেতেই হবে এমন কথা আমি বলছি না।
এমন কেউ একজন থাকে
Post a Comment