আমি শুধু পড়ি
কখনও তার ভাজে
কখনও তার প্রেমে,
পড়তে পড়তে
গড়তে গড়তে
থেমে গেছি নিচে নেমে।
সে কথা নিজেই গিয়েছি তুলে
পড়ে আছি তার গভীর অতলে।
আমার উঠতে ইচ্ছে করে না
ডুবে থাকার গভীর ধুনে
প্রহরের পর প্রহর গুনে
তার বিহনেই থাকি আনমনা।
তবুকি সে জেনেছে আমার বুকের ক্ষত,
কার অবহেলায়
চোখ জুড়ে নোনা জল?
আমি কান্নায় বিহবল?
খাটো হয়ে যাই?
নত হয়ে যাই?
Post a Comment