যাতে যায় শমন যন্ত্রণা



যাতে যায় শমন যন্ত্রণা
যাতে যায় শমন যন্ত্রণা।
ভুল নারে মন, গুরুর শীতল চরণ
                    ভুল না।।

বেদ বৈদিকের ভোলে ভুলে
গুরু ছেড়ে গৌর বলে
মনের ভ্রম এ সকলে
                    শেষে যাবে রে যাবে জানা।।

চৈতন্য আজব সুরে
থেকে নিকটে দেখায় দূরে
গুরু রূপ আশ্রয় করে
                    কর রূপের ঠিকানা।।

অবোধ জীবের তরে
নিজ রূপ সম্ভব না রে
লালন বলে, তাইতে গোঁসাই রে
                    দেখায় স্বরূপে রূপ নিশানা।।
——– বাউল কবি লালন শাহ, পৃ. ২৭০-৭১

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget