নবীজী মরশিদ কোন ঘরে



নবীজী মরশিদ কোন ঘরে
নবীজী মরশিদ কোন ঘরে।
কোন কোন চার ইয়ার
            এসে চাঁদোয়া ধরে।।
ও তারিন তারে কোন পেয়ালা
জানিতে উচিত হয় নিরালা
ও বরুণ জ্যোতি-জ্বালা
            কোন যোগে কোন আশ্রয় সার্থক করে।।
যার কলেমায় দীন দুনিয়ায়
কেহ মুরশিদ হল কোন কলেমায়
নেহাজ করে দেখ মনুরায়
            মরশিদ-তও্ব অথাই গভীরে।।
মওরা মওরি কোন দিনে নিলে
যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইসারায় বলে
            লালন ঘুরে বেড়ায় বুদ্ধির ফেরে।।
——————————— লালন-গীতিকা, পৃ. ১৫৭-৫৮

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget