কোন কোন আচরণগুলো নারীদের উপর মানসিক নির্যাতন?

 কোন কোন আচরণগুলো নারীদের উপর মানসিক নির্যাতন? 



ছোট খাটো অনেক ব্যাপারে পুরুষ দোষ করলেও সমাজ মেয়েদেরকেই দায়ী করে। যেমন ডিভোর্স হয়েছে শুনেই বলা হয় নিশ্চয় মেয়ের দোষ, রেপ হয়েছে শুনেই বলা হয়, নিশ্চয় খোলামেলা পোশাক পরেছিল, স্বামী মেরেছে শুনেই বলে, মারতেই পারে। সে তো স্বামী। দোষ না করলে এমনি মারে? সন্তান বা ছেলে সন্তান না হলে বলা হয়, মেয়ের দোষ, বখাটে উত্ত্যক্ত করেছে শুনেই বলা হয়, মেয়েটা নিশ্চয় কিছু করেছে, নাহলে এমন কেন করবে? আর কাউকেতো করছে না...। প্রতি পদে পদে পরিবার ও সমাজের এরকম দোষারোপ করার মধ্যদিয়ে নারীরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। 





আর মনে রাখতে হবে, শারীরিক নির্যাতনের চেয়ে মানসিক নির্যাতন অনেক অনেক বেশি ক্ষতিকর এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী। এতে ক্ষতির পরিমাণও সুদূরপ্রসারী। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর কোন্ কোন্ আচরণগুলো মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে, সে সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা পরিষ্কার নয়। আসুন জেনে নেয়া যাক এমন বেশ কয়েকটি আচরন যা মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে...

 * বাহ্যিক সৌন্দর্য আর পোশাক নিয়ে কটাক্ষ করা 
* অন্য মানুষের সামনে বিব্রত করা 
* অপবাদ দেয়া এবং ও অপমানজনক কথা বলা
* সিদ্ধান্ত নিতে না দেয়া এবং কোনোকিছু চাপিয়ে দেয়া  
* তুমি এটা পারবে না, তোমাকে দিয়ে হবে না, তুমি কিছুই পারনা - সবসময় এমন নেতিবাচক কথা বলা  
* মেয়েদের ইচ্ছাকে অসম্মান করা 
* বিয়ের পর আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব, সমাজ এবং লেখাপড়া বা চাকরি করতে না দেয়া 
* সন্তানের সব সিদ্ধান্ত একা একা নেয়া
* টাকা পয়সা সম্পূর্ণ স্বামীর নিয়ন্ত্রণ করাও স্ত্রীর উপর মানসিক নির্যাতন।  
* স্বামীর অনুমতি ছাড়া কিছু করতে না দেয়া ও চলাফেরায় পরাধীন করে রাখা 
* স্ত্রীর সাংসারিক কাজকে অবজ্ঞা করাও মানসিক নির্যাতন। 
* পরিবারে সব খারাপ বা নেতিবাচক ঘটনার জন্য স্ত্রীকে দায়ী করা 
* স্ত্রীর বাবার বাড়ির লোকজন ও নানা বিষয় নিয়ে কথায় কথায় খোঁটা দেয়া, অপমানসূচক কথা বলা, গালি দেয়া
* অবিচারের ঘটনা গোপন করতে বাধ্য করা হয়। 
* বৈষম্য করাটাও মানসিক নির্যাতন।
* স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করা বা সন্তান নিতে বাধ্য করা 
* স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকা 
* একে অপরের প্রতি সন্দেহপ্রবণতা  
* বাচ্চাদের সব দায় মায়ের ওপর চাপানো 




* স্ত্রীর সাথে কথা না বলা, অসুখী চেহারা করে থাকা, উপেক্ষা করা, মুখ কালো করে থাকা, স্পষ্ট করে স্ত্রীর দোষ কি   তা না বলা - এগুলো সবই স্ত্রীর প্রতি মানসিক নির্যাতন। 
* স্বামী রেগে যাবে- সবসময় স্ত্রী এই চিন্তা করেন, তাহলে বুঝতে হবে স্ত্রী মানসিক নির্যাতনের শিকার। 
* প্রতি মুহূর্তের হিসেব চাওয়া: বাসায় কী করছ, অফিসে কী করছ, এত দেরি হলো কেন, এতক্ষণ কোথায় ছিলে- এরকম প্রতি মুহূর্তের হিসাব চাওয়া মানসিক নির্যাতন।


আমীর মুহাম্মদ. সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget