
তোমার দেখা নাই
আমার প্রাণ করে আনচান
আসবে কবে রাই।।
বুকের মধ্যে কি উচাটন
বুঝলো নারে প্রাণনাথ
দিন গেলো হায় অপেক্ষাতে
বংশি খেলো রাত
আমি কেমনে তারে বুঝাই...
আমার প্রাণ করে আনচান
আসবে কবে রাই।
কুঞ্জো সাজাই, পাঞ্জা সাজাই
একলা ঘরে রই
দিন রজনী সার হইলো
বইলো তারে সই
অগ্নিবানে পুড়ে হলাম ছাই...
আমার প্রাণ করে আনচান
আসবে কবে রাই।
আমার যৌবন বসন্ত গেলো
তোমার দেখা নাই।।
Post a Comment